রবিবার বিকাল ৪ টায় কুষ্টিয়া শহরের কবি আজিজুর রহমান সড়কে ঐতিহ্যবাহী টেগর লজে নদী দুষণ ও পরিবেশ নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর, কুষ্টিয়ার এক মতবিনিময় সভা খলিলুর রহমান মজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় নোঙর, কুষ্টিয়ার সকল সদস্যবৃন্দের পারস্পারিক পরিচিতি ও সংগঠনের আগামী কর্মপরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন শৈবাল আদিত্য, ওয়াহিদ ইউসুফ খান লিটন, মোস্তাফিজুর রহমান শামীম, প্রীতম মজুমদার, মনির আহমেদ, নাব্বির আল নাফিজ, শামস-ই-তানভীর, নাদিম মাহমুদ প্রমুখ৷
সভায় বক্তারা কুষ্টিয়া জেলার প্রধান নদী গড়াইসহ সকল নদী দূষণ রোধে বিশেষ করে কালীগঙ্গা ও হিসনা নদীর দূষণ এবং অবৈধ দখলমুক্ত করার বিষয়ে আলোকপাত করেন৷ নদী পরিবেশ রক্ষার্থে গড়াই নদীর তীরে তালগাছ লাগানোর কর্মসূচী গ্রহণ করা হয়৷
সভায় সর্বসম্মতিক্রমে খলিলুর রহমান মজুকে আহবায়ক, মোস্তাফিজুর রহমান শামীমকে যুগ্ম-আহবায়ক এবং কবি ও সাংবাদিক শৈবাল আদিত্যকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট ‘নোঙ্গর, কুষ্টিয়া’র আহবায়ক কমিটি গঠন করা হয়৷ সংবাদ বিজ্ঞপ্তি