বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ধানের শীষের জোয়ার এসেছে মর্মে বিএনপি নেতৃবৃন্দ যে বক্তব্য দিচ্ছে তা সঠিক নয়। এমন জোয়ারের কথা বেগম খালেদা জিয়া ২০০৬ সালেও বলেছিলেন। কিন্তু ওই নির্বাচনে বিএনপি’র ভরাডুবি হয়েছিল। তাই আগামী নির্বাচনেও বিএনপি’র একই দশা হবে।
তিনি আজ বুধবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নে তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে হানিফ বলেন বিএনপি বিভিন্ন নাশকতার মামলা এবং সন্ত্রাসী কর্মকান্ডে অভিযুক্ত সন্ত্রাসীদের রাজনীতির মাঠে পুনর্বাসন করতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোন মুল্যে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবে।
তিনি বলেন মনোনয়নকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি আভ্যন্তরীণ গোলযোগে জড়িয়ে পড়ছে। এই অপরাধের দায়ভার আওয়ামী লীগের ওপর চাপিয়ে নিজেরা পার পেতে চাচ্ছে। কিন্তু দেশের জনগণ তা মেনে নিবেনা।