প্রশাসনের আশ্বাসে অবশেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বেসরকারী এ্যাম্বুলেন্স সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে মালিক ও চালকরা। বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে এ্যাম্বুলেন্স যোগে রোগী আনা নেওয়া শুরু করেছে।
এর আগে এ্যাম্বুলেন্স চালককে মারধোরের অভিযোগে মঙ্গলবার সন্ধ্যা থেকে বন্ধ করে করে দেয় এ্যাম্বুলেন্স সার্ভিস। এতে করে চরম ভোগান্তীতে পড়ে হাসপাতাল থেকে উন্নত চিকিৎসায় রেফার্ড করা রোগীরাসহ রিলিজ নেওয়া রোগী ও তার স্বজনেরা। বুধবার সারাদিনেও হাসপাতাল চত্বরে বহিরাগত বা স্থানীয় কোন এ্যাম্বুলেন্স চোখে পড়েনি।
কুষ্টিয়া এ্যাম্বুলেন্স মালিক হাসান ইমাম জানান, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছি। তিনি জানান, বুধবার রাতে থানায় এ্যাম্বুলেন্স মালিক চালক সমিতি ও স্থানীয়দের নিয়ে বসেছিলো কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। উভয় পক্ষকে নিয়ে রাতে বৈঠক করেন।বৈঠক শেষে আমাদের এ্যাম্বুলেন্স চালকদের নিরাপত্তার আশ্বাস দেন। যার ফলে আজ (বৃহস্পতিবার) থেকে সকাল থেকে এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছি।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন এসব ব্যাপারে আমি কিছুই জানিনা।