কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি।
শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চিলমারী ইউপি’র সীমান্ত সংলগ্ন মরারপাড়া কবরস্থান মাঠে অভিযান চালিয়ে এ বিড়ি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী বিওপি’র টহল দল চিলমারী সীমান্ত সংলগ্ন মরারপাড়া মাঠে অভিযান চালিয়ে ৭হাজার ২০০প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া বিড়ির মালিক বা জড়িত কেউ আটক হয়নি।