কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকসহ ২জন আটক হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের নতুন বিলগাথুয়া সীমান্ত এলাকা থেকে সুজন (২৩) ও মাহফুজ (২২) নামে দু’জনকে ফেনসিডিলসহ আটক করে তেকালা ক্যাম্পের ইনচার্জ এএসআই আসাদ। তবে কত বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়েছে তা তিনি জানাননি।
বিলগাথুয়া গ্রামের ইউপি সদস্য ইসলাম মেম্বর জানান, বিলগাথুয়া গ্রামের বাচ্চুর ছেলে সুজন ও প্রাগপুর গ্রামের হযরত আলীর ছেলে মাহফুজকে নতুন বিলগাথুয়া ডিপ ঘরের কাছ থেকে বেশ কয়েক বোতল ফেনসিডিলসহ আটক করে এএসআই আসাদ। এরা ফেনসিডিল নিয়ে মোটরসাইকেল যোগে বিলগাথুয়া গ্রাম থেকে প্রাগপুরের দিকে যাচ্ছিল। পরে তাদের নিয়ে ডিপ ঘরের ভেতর দেন দরবারে লিপ্ত হয় বিলগাথুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য কালাম। বিষয়টি ইসলাম মেম্বরের নজরে আসলে পরে তাদের এসআই নজরুলের মাধ্যমে দৌলতপুর থানায় সোপর্দ করে এএসআই আসাদ।
এ বিষয়ে তেকালা ক্যাম্পের ইনচার্জ এএসআই আসাদের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আটক দু’মাদক সেবীকে এসআই নজরুলের নিকট হস্তান্তর করা হয়েছে এ মুর্হুতে আমার কাছে কোন তথ্য নেই’। তবে দৌলতপুর থানার এস আই নজরুল ইসলাম জানিয়েছেন, ‘আটককৃতরা ছাত্র এবং তারা মাদক সেবনকারী। সম্ভবত ২ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হলে আমাকে থানায় নিয়ে যেতে বলা হয়েছে। বিস্তারিতর তথ্য এএসআই আসাদের কাছে রয়েছে’।
ইসলাম মেম্বর আরো জানান, আটক মাদক সেবীরা বিলগাথুয়া গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী টুয়েলের কাছ থেকে তারা মাদক ক্রয় বিক্রয় করে থাকে।