কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউপি’র সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের কবরস্থান থেকে একটি দেশীয় পিস্তুল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ জামালপুর বিওপি’র নায়েক সুবেদার আশরাফ-এর নেতৃত্বে বিজিবি’র টহল দল জামালপুর কবরস্থান অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী পিস্তুল উদ্ধার করে।
তবে অস্ত্রের সাথে জড়িত কেউ আটক হয়নি। পরে অস্ত্রটি দৌলতপুর থানায় জমা দেওয়া হয়েছে।