কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ৫১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
শুক্রবার (২১সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা ডিগ্রীরচর নামক স্থানে নায়েব সুবেদার মো. সেলিম ভূইয়ার নেতৃত্বে একটি টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ৫১২পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জানাতে ই-মেইল করুন- news@kushtia24.news আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।