কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ইয়াবাসহ মকলেসুর রহমান ওরফে মকলেস (৪২) নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা ও মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি ঘুনাপাড়া থেকে তাকে আটক করে বিজিবি। এসময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজিবি সূত্র জানায়।
আটক মাদক ব্যবসায়ী ও প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মকলেসুর রহমান ওরফে মকলেস মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে। ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মকলেস আটক হওয়ার খবর শুনে তাছে ছাড়াতে ক্যাম্পে ছুনে যান মুকুল চেয়ারম্যান। তবে তাকে ছাড়াতে না পেরে ব্যর্থ হয়ে বাড়ি ফিরেন তিনি।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল যোগে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ জয়পুর বিওপি’র নায়েক সুবেদার রাজ্জাকের নেতৃত্বে বিজিবি’র টহল দল মহিষকুন্ডি ঘুনাপাড়ার ঘুনায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মকলেসের মোটরসাইকেলের গতিরোধসহ তাকে আটক করে এবং তার মোটরসাইকেলের টুলবক্সে তল্ল¬াশী করে ইয়াবাভর্তি রুমালে মুড়ানো একটি প্যাকেট উদ্ধার করে।
পরে জয়পুর বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১০ পিচ ইয়াবাসহ তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। এসময় মাদক বহনকারী তার হিরোহোন্ডা মোটর সাইকেলটি জব্দ করা হয়। ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ জয়পুর বিওপি’র অনিায়ক নায়েক সুবেদার ফজলু জানান, মাদক পাচারকালে ১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মকলেসুর রহমান মকলেসকে আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে সীমান্ত এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মকলেস ইয়াবাসহ বিজিবি’র হাতে আটকের খবর শুনে তাকে ছাড়াতে বিজিবি ক্যাম্পে ছুনে যান প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার।
এনিয়ে ওই এলাকার সাধারণ জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়াও তিনি পাকুড়িয়া সীমান্তের শীর্ষ ও তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী লাবু আটক হলে তাকে ছাড়াতেও ব্যস্ত হয়ে পড়েছিলেন।