কুষ্টিয়া দৌলতপুর কাজিপুর সিমান্তে মাথাভাঙ্গা নদী থেকে ভারতীয় শিশুর লাশ উদ্ধার বিজিবি, পরে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।
জানাগেছে বৃহস্পতিবার সকালে বিজিবি কাজিপুর ক্যাম্প একটি কন্যা শিশুর লাশ উদ্ধার করে, বিকেল ৪টার দিকে ১৪৭ নং পিলারের কাছে ভারত-বাংলাদেশ পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়া হয়। ভারতের বিএসএফ ৬ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর গোলজার সিং, বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কাজিপুর ক্যাম্পের কোম্পানী কোমান্ডার সুবেদার আশরাফ।
জানাগেছে গত ৮ আগষ্ট বুধবার নদীয়া জেলার মরাটিয়া থানার শান্তিপুর গ্রামে সুভাষ প্রামানিকের শিশু কন্যা মনিশা প্রামানিক (৫) খালুর মৃত খানা খেতে এসে নদীতে গোশল করতে গিয়ে ডুবে যায়, পরে লাশ ভেঁষে উঠে বাংলাদেশ সিমান্তের কাজিপুর ১৪৮ পিলারের কাছে মাথাভাঙ্গা নদীতে, পতাকা বৈঠকের মাধ্যমে ফেরৎ দেওয়া হয়।