কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সিমান্তে চোরা কারবারীদের গুলি করে গাঁজা ছিনতাই এর ঘটনা ঘটেছে। এই ঘটনায় রিপন নামে একজন মারাত্বক আহত হয়েছে।
অপর একটি ঘটনায় মটর সাইকেল সহ ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে জামালপুর সিমান্তের কান্দিপাড়া গ্রামে ১৫২/১৬ এস পিলার সংলগ্ন বাংলাদেশ সিমান্তের ৫০০ গজ ভিতরে চোরা কারবারী এলাকার মোক্তার হোসেনের ছেলে রিপন (২৫) সহ ৪/৫ জন তার মালিকের ১১ পেটি গাঁজা যার উজন ৪৪ কেজি ভারত থেকে নিয়ে বাংলাদেশ সিমান্তের দিকে আসছিল।
উক্ত স্থানে ছিনতাই কারী মতিন বিশ্বাস, আশা বিশ্বাসসহ ৭/৮ জন ছিনতাইকারী ৫/৬ রাউন্ড গুলি বর্ষণ করে তাদের কাছ থেকে সমস্থ গাঁজা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রিপন গুলি বিদ্ধ হয়ে মারাত্বক আহত হয়।
রিপনের বাবা মোক্তার জানায়, তার বাম পাশে হাতের নীচে গুলি লাগে। তার অবস্থা আশংকা জনক, তাকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে গুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়লে মানুষ দিকবিদিক ছোটা-ছুটি করতে থাকে, পরে বিষয়টি ব্যাপক জানাজানি হয় ও চোরা কারবারী ও ছিনতাই কারীদের নাম প্রকাশ হয়।
এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকদের বিজিবি প্রাগপুর কোম্পানী কোমান্ডার সুবেদার আশরাফ জানান, বিষয়টি শুনেছি তবে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
মাদক ব্যবসায়ীদের নাম ঠিকানা ব্যাপক জানাজানি হলেও পুলিশ বা বিজিবি এ পর্যন্ত কোন আসামীকে গ্রেফতারের চেষ্টা করেনি এবং অস্ত্র ও মালামাল উদ্ধারের কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
অপর দিকে ঘটনায় মহিষকুন্ডি ক্যাম্প বিজিবি’র ভারপ্রাপ্ত কোমান্ডার নায়েক সুবেদার সুবোধ পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিষকুন্ডি ঘোনাপাড়ায় পরিত্যাক্ত অবস্থায় একটি টিভিএস মটর সাইকেলে ও বস্তায় মোড়ানো ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
ধারনা করা হচ্ছে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ী গাড়ী ও ফেন্সিডিল ফেলে রেখে পালিয়ে গেছে।