কুষ্টিয়ার দৌলতপুর কলেজ প্রাক মডেল কলেজের স্বীকৃতি অর্জন করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেল কলেজ প্রকল্পের আওতায় দৌলতপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর কলেজ এ স্বীকৃতি অর্জন করে।
গতকাল শনিবার সকালে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান-এর হাতে মডেল কলেজের স্বীকৃতি সনদ তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন।
একই সময় দৌলতপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের কৃতি শিক্ষার্থী তাসনোভা ইয়াসমিন ৩য় বর্ষ সম্মান পরীক্ষা কৃতিত্ব অর্জন করায় তাকেও পুরুস্কৃত করা হয়। তার হাতে তুলে দেওয়া হয় কৃতি শিক্ষার্থী সম্মাননা ও পুরস্কার।