কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামে আগুনে ৩ বাড়ীর ৯টা ঘর,ছাগল ও আসবাবপত্র ভষ্মিভ’ত হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার মহিষকুন্ডি গ্রামের নামাজী মন্ডলের ছেলে মুক্তার (৫০), উকিল (৪০) ও মেয়ে মদিনা (৩৫) এবং প্রতিবেশী এরশাদ আালির ছেলে মকলেছ (৫০), ইমারতের ছেলে শহিদুল (২৬) এর বসত বাড়িতে উকিলের বাড়ীর চুলার থেকে সৃষ্ট আগুনে সমস্থ বাড়ী আগুনে পুড়ে ছায়ে পরিণত হয়। বাড়ির আসবাবপত্র, একটি ছাগল, নগদ টাকা, থাকার ঘর, রান্না ঘরসহ পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে খোলা আকাশের নীচে অবস্থান করছে।
তাদের আনুমানিক ক্ষতিরর পরিমান প্রায় ৪ লাখ টাকা। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করে।