করোনা ভাইরাস মোকাবেলার জন্য কুষ্টিয়ার ‘দৌলতপুর দূর্যোগ মোকাবেলা সমন্বয় কমিটি’র উদ্যোগে মাস্ক, হ্যান্ডগ্লাভস, হ্যান্ডসেনিটাইজার ও টিস্যুবক্স বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠানিকভাবে করোনা প্রতিরোধে ও নিজেদের মুক্ত রাখার জন্য উপজেলা প্রশাসন ও দৌলতপুর প্রেসক্লাবের কর্মকর্তাসহ অন্যান্যদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
দৌলতপুর দূর্যোগ মোকাবেলা সমন্বয় কমিটি’র আহ্বায়ক ও দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনের সভাপতিত্বে মাস্ক, হ্যান্ডগ্লাভস, হ্যান্ডসেনিটাইজার ও টিস্যুবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী ও দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান।
দৌলতপুর দূর্যোগ মোকাবেলা সমন্বয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার আতিয়ার রহমান আতিকের সঞ্চালনে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দৌলতপুর দূর্যোগ মোকাবেলা সমন্বয় কমিটির সদস্য এ্যাড. নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মো. রিফাজ উদ্দিন।
শেষে অনুষ্ঠনের সভাপতি ও দৌলতপুর দূর্যোগ মোকাবেলা সমন্বয় কমিটির আহ্বায়ক এ্যাড. শরীফ উদ্দিন রিমসনসহ কমিটির সদস্যবৃন্দ মাস্ক, হ্যান্ডগ্লাভস, হ্যান্ডসেনিটাইজার ও টিস্যুবক্স ভর্তি প্যাকেট দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের হাতে তুলে দেন।
দেশে করোনাভাইরাসসহ যেকোন দূর্যোগ মোকাবেলায় এবং উন্নয়মূলক কর্মকান্ডে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে দৌলতপুর দূর্যোগ মোকাবেলা সমন্বয় কমিটি কাজ করবে বলে অনুষ্ঠানের সভাপতি এ্যাড. শরীফ উদ্দিন রিমন উল্লেখ করেন।