কুষ্টিয়ার দৌলতপুর থেকে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের নকল আকিজ বিড়ি উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গাছির দিয়া টলটলিপাড়া কয়েকটি বাড়ি থেকে ৩৬ লক্ষা শলাকা নকল আকিজ বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
অভিযান পরিচালনা করেন কাস্টম কমিশনার রোকসানা পারভীন। এ সময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে আকিজ বিড়ির এরিয়া ম্যানেজার তৌকির রহমান জানান, নকল বিড়ি তৈরী হচ্ছে এ থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া কোম্পানির সুনা নষ্ট হচ্ছে। এ ধরনের নকল আকিজ বিড়ি যারা তৈরী করছে, তারা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ করছে। এদের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে। যাতে ভবিষ্যতে এধরণের নকল বিড়ি উৎপাদন থেকে বিরত থাকে। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।