কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া এম.পি গলি থেকে গোডাউন পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। প্রায় সোয়া ৩ কি : মি : রাস্তার দৈর্ঘের এই রাস্তা বিগত চার বছর ধরে এই বেহাল অবস্থা বিরাজমান। ফলে খেঁটে খাওয়া মানুষগুলো বেশি ভোগান্তিতে পড়ছে। সর জমিনে গিয়ে দেখা যায় যে, কিছুদূর পর পর রাস্তার অবস্থা এমন যে, যে কোন ধরনের ভ্যান গাড়ি চলাচলের অনুপযোগী। ফলে জন সাধারন চলাচল করতে বেশ ভোগান্তি পোহাচ্ছে।
গোডাউন থেকে তারাগুনিয়া বাজার যাওয়ার এই একটি রাস্তা মানুষের আয়-রোজগার, ব্যবসা-বানিজ্য এ সহায়তা করে। ফলে সব কিছুতে ব্যঘাত সৃষ্টি হচ্ছে।
এলাকার মানুষের সাথে, ইউনিয়ন মেম্বার দের সাথে কথা বলে যতটুকু জানা গেছে, আশে-পাশের এলাকার প্রায় সব রাস্তা পিচ ধালায় হয়ে গেছে। কিন্তু এই রাস্তাটা শুধু মাত্র হয় নি।
জেলা প্রশাসনের কাছে আমাদের বীনিত অনুরোধ, এই রাস্তার টার একটা ভাল ব্যাবস্তা করবেন,,,
আশা করি এর প্রতিকার খুব শীঘ্রয় হবে।
আবু সাঈদ এর ফেসবুক প্রোফাইল থেকে