কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারের আল আমিন বেকারি কারখানার ভেতরে যেখানে তৈরি খাবার রাখা আছে সেখানেই আটা, ময়দার গোডাউন।
রয়েছে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, কেমিকেল ও একাধিক পাম ওয়েলের ড্রাম। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের তৈরি পণ্য। শ্রমিকেরা খালি পায়ে এসব পণ্যের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছেন। আটা ময়দা প্রক্রিয়াজাত করানো কড়াইগুলোও রয়েছে অপরিস্কার ও নোংরা। ডালডা দিয়ে তৈরি করা ক্রিম রাখা পাত্রগুলোতে ঝাঁকে ঝাঁকে মাছি ভনভন করছে।
উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ বাহারি মোড়কে বনরুটি, পাউরুটি, কেক, বিস্কুট, পুডিং মজবুত করে রাখা হয়েছে এই অবস্থা দেখে রবিবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম আল আমিন বেকারিতে অভিযান চালিয়ে বেকারির মালিক আকবর আলী (৫০) কে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার প্রস্তুত করার অপরাধে, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে।