কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ বিন জোহানী তুহিনকে দলীয় শৃঙ্খল ভঙ্গের দায়ে সাময়িক বহিস্কার করা হয়েছে। গতকাল বুধবার কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরফাত তুষার ও সাধারণ সম্পাদক সাদ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। আব্দুল্লাহ বিন জোহানী তুহিন ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনে অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়ায় জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ জরুরী সভা করে তাকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেন।