কুষ্টিয়ার দৌলতপুর এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় শুকুর আলী (৪৫) নামে ওই ধর্ষককে গ্রেপ্তার করা হয়। সে হোসেনাবাদ ভোকেশনাল পাড়া এলাকার কায়মদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরের হোসেনাবাদ আকিজ বিড়ি কারাখানা পাড়ার এক গৃহবধুকে (২২) জোরপূর্বক ধর্ষণ করে শুকুর আলী। পরে ধর্ষিতা গৃহবধু পরিবারের লোকজনকে সাথে নিয়ে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করে। এ ঘটনায় ধর্ষণের মামলা হলে দৌলতপুর থানা পুলিশ ধর্ষকে অভিযুক্ত শুকুর আলীকে গ্রেপ্তার করে।
এদিকে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, ধর্ষণের মামলা হয়েছে এবং ধর্ষক গ্রেপ্তার হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।