কামরান আহমেদ রাজীব দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান রবিবার দৌলতপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহমেদ মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সোনালী খাতুন আলেয়া ও ভাইস চেয়ারম্যান সাক্ষীর আহমেদ আজ রবিবার দায়িত্বভার গ্রহন করেছেন।
এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্, সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দীন আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া, ভেড়ামারা, মিরপুর উপজেলা’র নব নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, জেলা ও উপজেলা আওয়ামিলীগের নেতা বৃন্দ এবং ১৪ টি ইউপি চেয়ারম্যান বৃন্দ সমন্বয় সভা শেষে ৭৫ কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্ সহ সভায় আগতরা বিদায়ী চেয়ারম্যান ফিরোজ আল মামুন , ভাইস চেয়ারম্যান মঈন উদ্দীন মহন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছঃ জলি কবিরাজ কে বিদায় জানান এবং নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহমেদ মামুন , মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সোনালী খাতুন আলেয়া ও ভাইস চেয়ারম্যান সাক্ষীর আহমেদ কে স্ব-স্ব আসনে বসান।