কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাষ্টারপাড়াতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার আল্লারদর্গা এলাকায় তালা কেঁটে বাসাবাড়ীতে নগদ টাকা সোনারগহনাসহ মালামাল ডাকাতী হয়ে গেছে।
জানা যায়, সোমবার রাত ৮টার দিকে এলাকার মাষ্টারপাড়া গোরস্থান রোডে শাহনেওয়াজ সরকারের বাসা বাড়ীতে ডাকাতরা গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাড়ীর মহিলাদের অস্ত্রের মূখে জিম্মি করে নগদ প্রায় দেড় লাখ টাকা, সোনারগহনা, শাড়ী, মোবাইল ও দামী মালপত্র সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল ডাকাতি করে নির্বিগ্নে পালিয়ে যায়। এ ব্যাপারে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।