কামরান আহমেদ রাজীব দৌলতপুর প্রতিনিধিঃ পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার” ও “শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ” এ শ্লোগানের মধ্য দিয়ে মঙ্গলবার (৩০জুলাই) থেকে দৌলতপুরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা-২০১৯ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে ফলদ বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন ৭৫-কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডঃ সরওয়ার জাহান বাদশাহ্।
মেলার উদ্বোধন পরবর্তী বিভিন্ন স্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে ফলদ বৃক্ষমেলা-২০১৯ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৭৫-কুষ্টিয়া-১দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডঃ সরওয়ার জাহান বাদশাহ্ । বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ (মামুন), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সোনালী খাতুন (আলেয়া), উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ্যাডঃ সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ ঘোষনা করা হয়েছে। তাই ৩০ লাখ শহীদের বাংলাদেশে।
তাই এবারের বৃক্ষমেলায় বাংলাদেশ সরকার দেশব্যাপী ৩০ লাখ বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহন করেছেন। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ফলের পুষ্টি নতুন মাত্রার যোগ হবে। আমাদের শহর-গ্রাম সবখানে সবুজ ও ফলদ বৃক্ষরোপণ করে প্রকৃতি সাজাতে হবে। পাশাপাশি ১২ মাস দেশীয় ফল পাওয়া যাবে। দেশে এখন দেশীয় প্রজাতি ফলের বিপ্লব ঘটেছে। ফলমূল এখন সকল মানুষের নাগালে ও সাধ্যের মধ্যে। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফলদ বৃক্ষের চারা তুলে দেন প্রধান অতিথি।