কুষ্টিয়ার দৌলতপুরে ১০ টন ক্ষমতা রাস্তায় ৩২ টন পাথর ট্রাকে পরিবহন করার অপরাধে ৯ট্রাকচালকককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার বিকেলে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা রোডে গড়ুড়া ডিজিটি বাজারের সড়কে ১০ টন ক্ষমতা রাস্তায় ৩২ টন পাথর ট্রাকে পরিবহন করার অপরাধে ৯ট্রাক চালককে আটক করে। পরে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা আদায় করে আদালত।
আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহাকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম।
এসময় তিনি জানান, সরকারি রাস্তা ভাংগনের হাত থেকে রক্ষা করতে ১০ টন ক্ষমতা রাস্তায় ৩২ টন পাথর ট্রাকে পরিবহন করার অপরাধে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫৪ ধারায় ৯টি ট্রাকের ড্রাইভার কে ১হাজার করে ৯০০০ টাকা জরিমানা করা হয়।