কুষ্টিয়ার দৌলতপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে কামাল হোসেন (২১) নামে যুবকের কারাদন্ড ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গোডাউন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই যুবকের কারাদন্ড দেন। দন্ডিত যুবকের বাড়ি উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর গ্রামে এবং সে দৌলতখালী গোডাউন বাজার এলাকার একটি ওয়ার্কশপের কর্মচারী।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ওই এলাকার এক স্কুলছাত্রী স্কুলে যাওয়ার পথে প্রতিদিনই তাকে উত্ত্যক্ত করে থাকে বখাটে যুবক কামাল। স্কুলে যাওয়ার পথে গতকালও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা হলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়।
পরে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বখাটে যুবক কামালকে আটক করে ১৮৬০ সনের দ. বি. ৫০৯ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।