কুষ্টিয়ার দৌলতপুরে মহিষকুন্ডি হাইস্কুলের শিক্ষার্থীরা টিফিনের টাকা তুলে দিয়েছেন ঘরপোড়া অসহায় পরিবারদের হাতে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মহিষকুন্ডি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের হাতে মহিষকুন্ডি হাইস্কুলের শিক্ষার্থীরা টিফিনের টাকা তুলে দিয়ে মহানুভবতার কাজ করেছে। টিফিন না খেয়ে সে অর্থ স্কুলের সকল শিক্ষার্থীরা গচ্ছিত করে ঘর পোড়া সহায় সম্বলহীন ৫ পরিবারকে তুলে দেয়।
এসময় উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন, মহিষকুন্ডি হাইস্কুলের প্রধান শিক্ষক হাজী আরিফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম হালসানা সদস্য নুরে আলম ও লালুসহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরা টিফিন বাঁচিয়ে ৫ হাজার টাকা ঘরপোড়া ওইসব পরিবারদের হাতে তুলে দেয়।
গত শনিবার বিকেলে মহিষকুন্ডি গ্রামে অগ্নিকান্ড ঘটে ৫ পরিবারের ৯ টি ঘরপুড়ে ব্যাপক ক্ষতি হয়।