কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে রেজাউল ইসলাম (৪২) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত রেজাউল ইসলাম দৌলতপুর উপজেলার শিতলাইপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। রেজাউল গ্রামীণ ব্যাংক আল্লারদর্গা শাখায় কর্তরত ছিলেন।
মৃতের পরিবার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ রেজাউল ইসলামকে কামড় দেয়। এসময় স্থানীয় ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়। পরে রেজাউল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর আজ সকালে তার মৃত্যু হয়।