কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মহিলা হোষ্টেলের পিছনে গ্রামে এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করার সময় ধর্ষককে আটক করেছে পুলিশ।
জানাগেছে ২৬ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টার দিকে মিজানুর রহমানের শিশু কন্যা মিতালি (ছদ্দ নাম) (৮) গাছের পাতা কুড়াতে গেলে, তাকে কলেজ পাড়া এলাকার ফজলুর লম্পট ছেলে ফয়সাল (১৩) জোর পূর্বক ধর্ষণ করে এবং শিশুটি চিৎকার করার চেষ্টা করলে গলাই রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় শিশুটির একটি হাত ভেঙ্গে যায়, শিশুটির চিৎকারে লোকজন ঘটনা স্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে এবং ধর্ষক ফয়সালকে পুলিশে সোঁপার্দ্দ করে।
এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে, মামলা নং ৩৫। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিকুর রহমান জানান শিশুটির চিকিৎসা সুষ্ট ভাবে করা হচ্ছে, সুস্থ হয়ে বাড়ী ফিরতে যা প্রয়োজন সে অনুযায়ী কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন ।