কুষ্টিয়ার দৌলতপুরে ১২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার হোসেনাবাদ বাজারের সরকারি খাস জমিতে তহহাটের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠলে তা উচ্ছেদ করে প্রশাসন।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে।
দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, সরকারি খাস জমিতে গড়ে ওঠা তহহাটের জায়গা স্থানীয়রা অবৈধভাবে দখল করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল।
এতে তহহাটের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়ে। সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। যার ফলে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ অভিযানে প্রায় ১২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।