কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মসাউড়া গ্রামের আজিমুউদি মন্ডলেের ছেলে শিমুল রেজাকে আটক করেছে র্যাব’।
র্যাব জানান, ডিএডি পুলিশ পরিদর্শক সশস্ত্র ইয়াদুল ইসলাম, সঙ্গীয় এস আই শরিফুল ইসলাম, আব্দুর রশিদ, এস আই ফজলুর রহমান, মিলোন হোসে, ড্রাইভার আবু রায়হান, সকালের কর্মস্থল র্যাব -১২, সিপিসি-২ পাবনা।
র্যাব আরো জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকায় বিশেষ টহল করাকালে। দৌলতপুর থানাধীন হোসেনাবাদ বাজার এলাকায় অবস্থানকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজ মাঠে একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিলে ঘটনার সত্যতা যাচাই ও আইন গত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে। ২৯-১০-১৯ ইং তারিখ সন্ধা অনুমানিক ৬ টার সময় মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজমাঠে পৌঁছাতে র্যাবের উপস্থিতি টেরপেয়ে এক জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায়, আটক করে তাহার দেহ তল্লাশি করিলে একটি পুরাতন মোবাইল ১৬ হাজার ৪ শত টাকা এবং ৯০০ পিচ ইয়াবা টেবলেট পাওয়া যায়। এবং তাহা কে জিজ্ঞেসাবাদে তার পরিচয় নিশ্চিত করেন।
শিমুল রেজাকে আসামী করে দৌলতপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। এদিকে এলাকাবাসী জানান দির্ঘ দিন ধরে শিমুল বড় মাপের মাদক ব্যবসা চালিয়ে আসছে কিন্তু অদৃশ্য কারণে সে ধরা পড়ে নাই বড় বড় মাদক ব্যবসায়ীর নিয়মিত আসা যাওয়া ছিল তার বাড়িতে। এবং তার হাত ধরে অনেকে এখন বড় মাপের মাদক ব্যবসায়ী।