কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার চরপাড়া গ্রামে অভিযান চালিয়ে সজিব ইসলাম (২০), অরুপ আহমেদ (১৯) ও সোহাগ আলী (১৯) নামে ৩ মাদক ব্যবসায়ীকে ৩৬৭ পিস ইয়াবাসহ আটক করে র্যাব।
র্যাব সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল চরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান ওরফে হাবুর বাড়িতে অভিযান চালিয়ে ৩৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এনামুল হকের ছেলে সজিব ইসলাম, পাঞ্জু আহমেদের ছেলে অরুপ আহমেদ ও শওকত আলীর ছেলে সোহাগ আলীকে আটক করে। এদের বাড়ি দৌলতপুর ও মিরপুর উপজেলার বিলআমলা, চরপাড়া ও হৃদিরামপুর গ্রামে।
এছাড়াও র্যাবের অভিযানের সময় বাড়ির মালিক অপর মাদক ব্যবসায়ী চরপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাবু পালিয়ে যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।