কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেনন্সিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন কল্যাণপুর বাজারের পূর্ব পাশের্^ জনৈক আলতাব হোসেন বাড়ীর সামনে থেকে একই উপজেলার মহিষকুন্ডি বাজার এলাকার মন্টু কয়েনের ছেলে তিতাস উদ্দিন (২১) কে ৫৭ কোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করে।
এসময় তার সাথে থাকা ১টি মোবাইল ও ১ সীমকার্ড উদ্ধার করা হয় এবঙ উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।