কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে ইয়াবা সহ শিহাবুল ইসলাম শিহাব (২২) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী শিহাবুল ইসলাম শিহাব দৌলতপুরের সাহাপুর গ্রামের মৃত লতিফ মালিথার ছেলে।
র্যাব জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাহাপুর গ্রামস্থ মৃত লতিফ মালিথার ছেলে শিহাবুল ইসলাম শিহাব মালিথার মুরগীর ফার্মের পার্শ্বে কাঠাল বাগানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শিহাবুল ইসলাম শিহাব কে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল সেট ও ২ টি মোবাইল সিমসহ আটক করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।