কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে দৌলতপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া দৌলতপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।
দৌলতপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান খান লোটন এর সভাপতিত্বে, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাসিবুর রহমান রিজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ দারা খান এবং দৌলতপুর, প্রাগপুর ও হোগলাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি মাদকসেবী একটি পরিবারকে ধ্বংস করে দেয়। ওই মাদকসেবীর কারণে ওই পরিবারটি সমাজের কোথাও মাথা তুলে দাঁড়াতে পারে না। আজ দেশের যে উন্নয়ন সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করবে এই মাদক। আমরা যদি এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই, তবে সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে হবে।
প্রধান বক্তা জনাব মিজানুর রহমান সকলকে নিয়ে সমবেত কন্ঠে মাদক বিরোধী শপথনামা পাঠ করান।