কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামের আব্দুলের ছেলে মাদকাসক্ত শরিফের অবশেষে ভ্রাম্যমান আদালতে ২ মাসের জেল হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি আজগর আলী’র নেত্রীত্বে মঙ্গলবার দুপুরে শরিফের নিজ বাড়ীতে মাদক গ্রহন করে ভাঙ্গচুর চালানোর সময় এলাকাবাসী ও তার বাবা মা’র অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এর আগে গত সোমবার শরিফ মাদক গ্রহন করে সাংবাদিক আহাদ আলী নয়নের বাড়ী ও বিশিষ্ট ব্যবসায়ী শমেদ আলী শামিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। পরে পুলিশ তাকে আটক করে এবং বিকেলে তার পরিবারের লোক জনের কাছে বুঝিয়ে দেন।
কিন্তু মঙ্গলবার সে একই ঘটনা আবার ঘটালে, দৌলতপুর থানা এস আই সুলতান আজম উপস্থিত হয়ে গনহারে উপদ্রবের অভিযোগ এনে ম্যাজিস্ট্রেট বরাবর প্রসিকিউশন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী ১৮৬০ সালের ২৯১ ধারায় শরিফের ২ মাসের জেল দেন ।
এ সময় শরিফের পরিবার ও এলাকাবাসী জানায়, নিজেদের এলাকার নিরাপ্তার জন্য তারা অভিযোগ করেছে।