কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে দৌলতপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন-২০১০” নিশ্চিতে উক্ত বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
এসময় আইন অমান্যের দায়ে উক্ত বাজারে খাঁন এন্টারপ্রাইজের মালিক হাজী শরিফুল ইসলামকে তিন হাজার টাকা এবং মেহেদী ট্রেডার্স এর মালিক মেহেদী হাসানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় কুষ্টিয়ার মুখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস উপস্থিত সকলকে উক্ত আইনটি যথাযথভাবে মেনে চলার আহব্বান জানান।