কুষ্টিয়ার দৌলতপুরে ভোটের ডিউটি না দেয়ায় খলিল মণ্ডল (৫০) নামে এক আনসার কমান্ডারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খলিল মন্ডল একই গ্রামের মৃত সুজান মন্ডলের ছেলে এবং সে নির্বাচন সময়কালীন সহকারী প্লাটুন কমান্ডারের দায়িত্বে ছিলেন বলে দৌলতপুর আনসার ও ভিডিপি কর্মকর্তা হামিদা খানম জানিয়েছেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, সকালে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ে ডিউটিতে যাওয়ার সময় ফারাকপুর গ্রামের আজের আলীর ছেলে জাদু মিয়াকে নির্বাচনের ডিউটি না দেওয়ায় খলিল মন্ডলের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাদু মিয়া ক্ষুব্ধ হয়ে খলিল মন্ডলের গলায় জড়ানো মাফলার টেনে ধরলে শ্বাসরোধ হয়ে গুরুতর অসুস্থ হয় সে। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার খলিল মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত খলিল মন্ডলের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
দৌলতপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক শাহাদত হোসেন জানান, এ ঘটনায় নিহতের ছেলে থানায় হত্যার অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।