কুষ্টিয়ার দৌলতপুরে ভিক্ষুকদের মাঝে ত্রাণ বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর গ্রামীণ ব্যাংক শাখা চত্বরে এ ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় কর্মহীন ভিক্ষুকদের মাঝে।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক দৌলতপুর শাখার ব্যবস্থাপক আসলাম আলী, ভেড়ামারা শাখার এরিয়া ম্যানেজার তরিকুল ইসলাম, দৌলতপুর শাখার সেকেন্ড অফিসার জালাল উদ্দিন, ভেড়ামারা এরিয়া প্রতিনিধি রেজাউল ইসলাম ও শাখার সহকর্মী আব্দুস সালাম। গ্রামীণ ব্যাংক দৌলতপুর শাখার ১১ জন ভিক্ষুক সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রতিজনের জন্য ৩০কেজি চাল, ৪কেজি ডাল, ৮কেজি আলু, ৪কেজি পেঁয়াজ, ২ কেজি তেল, ২ কেজি লবণ, ৪টি সাবান, নগদ ৬শত টাকা ও একটি মাস্ক।