কুষ্টিয়ার দৌলতপুরে গরু ব্যবসায়ী মনিরুল ইসলামকে গলাকেটে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার হোসেনাবাদ বাজারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, মথরাপুর ইউপি চেয়ারম্যান সরদার হাসিম উদ্দিন হাসু, দৌলতপুর থানার উপ-পরিদর্শক শাহাত হোসেন ও বাউল সংগীত শিল্পি ওস্তাদ শফি মন্ডল।
বক্তারা বলেন, ব্যবসায়ী মনিরুল ইসলাম হত্যাকান্ডের ৪ দিন পার হলেও অদ্যাবধি হত্যাকান্ডের সাথে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। তারা অবিলম্বে ব্যবসায়ী মনিরুল ইসলাম হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার ভোররাতে হোসেনাবাদ এলাকায় নিজ বাড়িতে ব্যবসায়ী মনিরুল ইসলামকে দূবৃর্ত্তরা গলাকেটে হত্যা করে।