কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১৮ উত্তীর্ন জিপিএ-৫ পাওয়া কৃতি মেধাবী ৭০ জন শিক্ষার্থীকে প্রফেসর ড. মুহাম্মদ ফজলুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।
এসময় তিনি বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ফজলুল হক এদেশের শীর্ষস্থানীয় শিল্পপতি, শিক্ষাবীদ, সমাজসেবক ও রাজনীতিক ছিলেন। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয় ও দৌলতপুরে ড. মুহাম্মদ ফজলুল হক গার্লস ডিগ্রী কলেজ এবং ডা: একরামুল হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
এছাড়াও তিনি ব্যক্তিগত ও সরকারী অনুদানে তার এলাকা দৌলতপুরসহ কুষ্টিয়ায় স্কুল, কলেজ, মাদা্রাসা, মসজিদ ও এতিমখানা প্রতিষ্ঠান করেছেন। এই দৌলতপুরের বাগোয়ানের এক নিভৃত পল্লীতে তিনি জন্মগ্রহণ করেন বলে আমরা তাকে নিয়ে গর্ব করি। আজকের এই দিনে উপজেলার মেধাবীদের যে সম্মান দেখালো প্রফেসর ড. মুহাম্মদ ফজলুল হক ফাউন্ডেশন। এমন উদ্যোগের ফলে আরো বেশি বেশি মেধাবী তৈরী হবে বলে আমি বিশ্বাস করি।
এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষায় ব্যাপক উন্নতি হওয়ায় এখন বাংলাদেশও একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যেতে চাই। তাই মেধাবী শিক্ষার্থীর খুব গুরুত্ব রয়েছে।
ড. মুহা. ফজলুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য আব্দুল বাকী, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদ্বারা খান, ড. মুহাম্মদ ফজলুল হক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আফজাল হোসেন, ফাউন্ডেশনের সমন্বয়ক সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ।