কুষ্টিয়ার দৌলতপুরে গর্ত থেকে সেই বিষাক্ত সাপটিকে ধরেছে সাপুড়েরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার মহিষকুন্ডি কলেজপাড়া এলাকার শাহীন আলীর বাড়ির গর্ত খুড়ে সাপটিকে ধরা হয়েছে। সাপুড়েদের হাতে সাপটি ধরা পড়ার পর ঘাতক সাপটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।
রবিবার সকালে শাহীন আলীর ছেলে মহিষকুন্ডি হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম আরিফ (১৩) ইদুরের গর্তের ভেতর হাত দিয়ে গম বের করতে গেলে বিষাক্ত ওই সাপটি তাকে দংশন করে। ডাক্তারের কাছে না নিয়ে স্থানীয় ওঝাদের দিয়ে বিষ নামানোর চেষ্ট করলে স্কুল ছাত্র আরিফ মারা যায়। খবর পেয়ে কুষ্টিয়া থেকে একদল সাপুড়ে গতকাল দুপুরে শাহীন আলীর বাড়ি গিয়ে গর্ত খুড়ে তার ভেতর পানি ঢেলে সাপটিকে ধরে ফেলে। এদিকে সাপের কামড়ে মৃত স্কুল ছাত্র আরিফের দাফন গতকাল সোমবার সন্ধ্যায় মহিষকুন্ডি কলেজপাড়া কবরস্থানে সম্পন্ন হয়েছে।