কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিন্টু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রিন্টু ইউনিয়নের পিপুলবাড়ীয়া এলাকার ফজলুল হকের ছেলে।
শুক্রবার বিকেলে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে রিন্টু বাড়ির পাশে মাঠে তার সেচ মোটরের উপরে টিনের চালা দিতে গিয়ে টিনে বৈদ্যুতিক তার কেটে যায়। এসময় পুরো টিনে বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিহতের বিষয়টি নিশ্চিত করেন।