কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহির মাদিয়া এলাকা থেকে পিস্তল গুলি ও ম্যাগজিন সহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তুল, ৪ রাউন্ড গুলি ও দুইটা ম্যাগজিনসহ লিটন (৩৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। এছারাও অপর দুই অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যায়। পুলিশ এই ঘটনায় দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার রাত ৯ টার দিকে দৌলতপুর থানা পুলিশ উপজেলার ফিলিপনগর ইউপি’র বাহিরমাদী সদর ঘাট গ্রামের মকবুল সর্দারের ছেলে লিটন (৩৮), বাবুর ছেলে রাসেল(৩২) ও পান্নুর ছেলে মতিন(৩০) তিন জন একটি মটর সাইকেল যোগে অস্ত্র, গুলি নিয়ে হোসেনাবাদ বাজারে বিক্রির উদ্দ্যোশে যাওয়ার পথে, পথিমধ্যে আসমত নেতার বাড়ীর সামনে পৌঁছালে দৌলতপুর থানার এ,এস,আই কামরুল সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের মটর সাইকেলের গতি রোধ করে সামনে দাঁড়ালে, রাসেল ও মতিন দৌঁড়ে পালিয়ে গেলে, লিটন কে হাতে নাতে অস্ত্রসহ গ্রেপ্তার করে।
এই ঘটনায় দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।