দৌলতপুরে বিএনপি ও আওয়ামীলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মশাউড়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ও মোটরসাইকল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে উপজেলা বিএনপির কর্মীসভা ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আহসানুল হক মোল্লার স্বরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিল। এ সভায় যোগদানকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় কয়েকজন আওয়ামীলীগ কর্মী মশাউড়া বাজারের গোলচত্বর এলাকায় স্থানীয় বিএনপি কর্মী ইয়ার মেম্বর ও তার লোকজনকে হুমকি ধামকি ও গালাগালি করে। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী এক হয়ে ঐ আওয়ামীলীগ কর্মীদের লোকজনকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় আওয়ামীলীগ কর্মীদের ব্যবহৃত একটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়।
এ ঘটনার জের ধরে ইয়ার মেম্বরের উপর হামলা করে তার বাড়ি দোকান ভাঙচুর করে। তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও ভাঙচুর করে হামলাকারীরা। এ সময় কয়েকটি ঘর ও ঘড়ির পালায় আগুন লাগিয়ে দেওয়া। এ ঘটনায় ইয়ার মেম্বরসহ ৪-৫ জন আহত হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রন করে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেখানে বিপুল সংখক পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।