কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার ফিলিপনগর এলাকার ভেগোল পরামানিকের ছেলে লিখন পরামানি (২৫) কে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানান, সোমবার সকাল আনুমানিক ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ শাহ দারা খানের নেতৃত্বে এস আই সাইফুল ইসলাম ও এস আই খোশরু, সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালালে উপজেলার থানার মোড় এলাকাতে পুলিশের উপস্থিতি টের পেয় ইজিবাইক থেকে দৌড়ে পালায় লিখন। সে সময় পুলিশ তাকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ শাহ দারা খান জানান ৫০ বোতল ফেন্সিডিলসহ লিখন নামে এক জনকে আটক করা হয়েছে, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে যার মামলা নং ২০।