কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিলসহ সাইফুল ইসলাম (২৯) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
গতকাল শনিবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার মথুরাপুর শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৯ বোতল ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ী মথুরাপুর চৌধুরীপাড়া এলাকার মৃত ইমদাদুল মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল মথুরাপুর শেখপাড়া এলাকায় রাস্তার ওপর অভিযান চালিয়ে ৩৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করে। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।
Discussion about this post