কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিলসহ জেলহজ ওরফে সেন্টু মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
শনিবার রাতে উপজেলার খলিশাকুন্ডি স্কুল বাজার থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে র্যাব। সে পার্শ্ববতী মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়াভাংগা সেন্টারপাড়া গ্রামের নজির হোসেনের ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদক ব্যবসার গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল খলিশাকুন্ডি স্কুল বাজার এলাকায় অভিযান চালিয়ে জেলহজ ওরফে সেন্টু মিয়াকে আটক করে এবং তার কাছ থেকে উদ্ধার করে ৫২বোতল ফেনসিডিল। এসময় অপর আসামী ভুট্টুু মিয়া ও মিন্টু মিয়া নামে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
এ ঘটনায় মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়াভাংগা সেন্টারপাড়া গ্রামের রুহুল মিয়ার ছেলে ভুট্টুু মিয়া (৩০) ও মিন্টু মিয়া (৩৫) কে পলাতক আসামী দেখিয়ে দৌলতপুর থানায় মামলা দিয়েছে র্যাব।