কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শক্রতার জের ধরে দূবৃর্ত্তরা হামলা চালিয়ে ঘর-বাড়ি ভাংচুর ও লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ দফাদারপাড়া গ্রামে হামলার এ ঘটনা ঘটেছে। দূবৃর্ত্তরা হামলা চালিয়ে ১০টি ঘর-বাড়ি ভাংচুর করে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিণ দফাদার পাড়া গ্রামের উজ্জলের সাথে একই এলাকার মোমিনের দীর্ঘদিন ধরে বিরোধ চরে আসছিল। এরই জের ওইদিন রাতে উজ্জলের নেতৃত্বে কনক, রাকিবুল, হিমেল সর্দারসহ ১৫-১৬ জনের সংঘবদ্ধ দূবৃর্ত্ত মোমিন দফাদার, উকিল, আসাদুলসহ ১০টি বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের ভয়ে ওইসব বাড়ির লোকজন পালিয়ে গেলে সশস্ত্র হামলকারীরা ধারাল অস্ত্র দিয়ে ঘর-বাড়ি ভাংচুর শেষে নগদ ৭০হাজার টাকা ও স্বর্নালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় আসাদুল নিজে বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।