কুষ্টিয়ার দৌলতপুরে পীরের পিটুনীতে জুলেখা (২৫) এক মহিলার করুন মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায় ৮ আগষ্ট বুধবার এলাকার আল্লারদর্গা চামনা গোহাট পাড়া গ্রামে মিজান আলির স্ত্রী জুলেখা (২৫) অসুস্থ হয়ে গেলে এলাকার এক শ্রেণির দালালের খপ্পরে পড়ে জ্বীনে ধরেছে বলে ভেড়ামারা থানার স্বরুপের ঘোপ এলাকায় আব্দুল খালেক ডাক্তারের ছেলে ভন্ডপীর বুলবুলের কাছে নিয়ে যায়।
সে জ্বীন ছাড়ানোর নামে অসুস্থ মহিলাকে পিটাতে থাকে, এক পর্যায়ে সে পিটুনীতে মাটিতে লুটিয়ে পড়লে মুমূর্ষ্য অবস্থায় পীর সাহেব ডাক্তারের কাছে পাঠানোর চেষ্টা করে।
ভ্যানে তুলে আনতেই সকাল ১১টার দিকে মহিলার করুন মৃত্যু হয়। বিষয় ধামা চাপা দিতে ভন্ডপীর রোগীর আত্বীয়দের বিভিন্ন প্রলোভন দিয়ে পুলিশে জানাতে নিশেধ করে এবং গোপনে দাফন করেছে বলে জানাগেছে।
প্রতিদিন ভন্ডপীর মহিলাসহ বিভিন্ন রোগীদের সাথে প্রতারণা করে হাজার হাজার টাকা অবৈধ ভাবে কামাই করে যাচ্ছে, বিষয়টি এলাকাবাসী তদন্ত পূর্বক সু-ব্যবস্থান জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।