কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে শাকিল (৯) নামে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার দৌলতখালী গ্রামের একরামুল হক মাষ্টারের পুকুর থেকে নিহত শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়। সে দৌলতখালী হাটখোলা বাজার এলাকার জাহিদুল ইসলামের ছেলে এবং হাটখোলা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, শাকিল দুপুরে একরামুল হক মাষ্টারের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।