কুষ্টিয়ার দৌলতপুরে পাটের গুদামে দূবৃর্ত্তদের দেওয়া আগুনে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারে পাটের গুদামে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
গভীর রাতে কে বা কারা শত্র“তামূলকভাবে কালামের কাছ থেকে ভাড়া নেওয়া নতুন মন্ডলের পাটের গুদামে আগুন দিলে একহাজার মনেরও বেশী পাট পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী নতুন মন্ডল ও স্থানীয়রা জানায়, ওইদিন রাত পৌনে ১টার দিকে শত্র“তামূলকভাবে কে বা কারা পাটের গুদামে আগুন দিলে গুদামের পাট পুড়ে ভষ্মিভূত হয়। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রন হলেও গুদামে মজুদ করা একহাজার মনেরও বেশী পাট পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়।
রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, রাতের আধাঁরে কে বা কারা পাটের গুদামে আগুন দিলে গুদামে রক্ষিত সব পাট পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।