কুষ্টিয়ার দৌলতপুরে নিষিদ্ধ পলিথিন ব্যাগে চাউল রাখার অপরাধে তিন চাউল ব্যবসায়ীকে পনের হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দৌলতপুর উপজেলা বাজার ও তারাগুনিয়া বাজারে এ অভিযান চালায় দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক জাহাঙ্গীর আলম।
কুষ্টিয়া পাট অধিদপ্তরের মুখ্য পাট পরিদর্শন সোহবার উদ্দিন বিশ্বাস জানান, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” নিশ্চিতে উক্ত বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এসময় নিষিদ্ধ পলিথিন ব্যাগে চাউল রাখার অপরাধে তারাগুনিয়া বাজারের আসাদুল ইসলাম ও মোহাম্মদ মিন্টু, দৌলতপুর বাজারের সোহেল রানাকে পাঁচ হাজার টাকা করে মোট পনের হাজার টাকা জরিমানা করা হয়।